ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫

চার বিজেপি কর্মী নিহত: অমিতের দ্বারস্থ হচ্ছে পশ্চিমবঙ্গ বিজেপি

প্রকাশিত : ১২:০৩, ৯ জুন ২০১৯

Ekushey Television Ltd.

দলীয় পতাকা খোলাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের ২৪ পরগণার সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চান বঙ্গ বিজেপির নেতারা৷

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গোটা ঘটনাটি তাকে জানাতে দলের নেতারা তৎপর হয়ে উঠেছে৷ বিজেপির পক্ষ থেকে মুকুল রায় বলেন, এ ঘটনায় আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাই।

তিনি বলেন, বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনার দায় রাজ্য সরকারকে নিতে হবে৷

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে ২৪ পরগণায় তিন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে৷ বাংলার মানুষ খুব তাড়াতাড়ি তৃণমূলের গুণ্ডারাজ্যের অবসান করবে বলে মন্তব্য করেন তিনি।

ভোট পরবর্তী রাজ্যের সব থেকে বড় রাজনৈতিক হিংসা ও সন্ত্রাসের ঘটনা ঘটল বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে৷

তৃণমূল বিজেপি সংঘর্ষে মোট পাঁচ জন নিহত হয়েছে৷ এদের মধ্যে চারজনই বিজেপি কর্মী৷ নিহতরা হলেন- সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল, তপন মণ্ডল এবং দেবদাস মণ্ডল৷ এদের মধ্যে সুকান্ত ও প্রদীপের চোখে গুলি করা হয়েছে৷ তপনের মাথায় গুলি লাগে৷ এ ঘটনায় এখনও ১৮ জন বিজেপি কর্মী নিখোঁজ৷

এদিকে চার বিজেপি কর্মীর নিহতের ঘটনায় ফুঁসছেন বিজেপি কর্মীরা৷ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন সকলে৷ বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের খুন করেছে৷

যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধে তাদের দলীয় কর্মীকে খুন করার অভিযোগ এনেছেন উত্তর ২৪ পরগণার তৃণমূলে জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক৷

তিনি জানান, বিজেপির হার্মাদ বাহিনী তাদের দলের কর্মী কায়ুন মোল্লাকে গুলি করে খুন করেছে৷ রাজনৈতিক কর্মী খুন নিয়ে দুই দলের রাজনৈতিক অবস্থা এখন চরমে৷

আই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি